তুমি এর কী নাম দিতে চাও

তুমি এর কী নাম দিতে চাও

আমি শিখে গেছি পরাজিত হতে, আমাকে হারাবে কে?

জয়মাল্য তোমরাই পরো, সুষমামণ্ডিত চাঁদ হয়ে আটকে থাকো আকাশে

ময়নামতি–পাহাড়পুর–পুণ্ড্রনগর গুঁড়িয়ে যাক

সেতুর পিলারে মাথা ঠুকে শুকিয়ে যাক ইরাবতী শুশুকের স্তন

আমি তো ডুবেই আছি, আমাকে ডোবাবে কে?

চাবুক তৈরির কারখানায় তেজারতি করি

গর্ব ও গ্লানির ভেদ কবেই গুলিয়ে ফেলেছি

এখানে ভীতিই আমাদের সুমহান রীতি

আমি তো নীরব হয়েই গেছি, আমার মুখ বন্ধ করবে কে?

বিকল মনটিকে বহন করে করে ক্লান্ত এই দেহ

নিজেকে নিজেই যে চিঠি লিখেছি, তা কবেই ভুল ডাকঘরে পথ হারিয়েছে

আত্মহত্যা করতে গিয়ে অন্যকে খুন করে ফেলেছি

আমি তো নিহত হয়েই আছি, আমাকে মারবে কে?