২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আতার গাছ

আমি একদিন বড় প্রান্তর দিয়ে আসব

মিহি বাতাসের বুকে খোলাচুল হয়ে হাসব

যদি লাফ দেয় দুটি কোলাব্যাঙ কোনো পুকুরে

আমি নামব সিসা চইচই করা দুপুরে

কোনো সাদেকের বাপ জাল ছোড়ে তার শব্দে

যেন কেঁপে ওঠে গত উনিশ শ খ্রিষ্টাব্দ

আমি বড় হয়ে গাছ হয়ে যাব রে আসাদ

বাড়ির পাশে ছোট্ট একটা আতার গাছ