মৃগয়া

জানি না কোন সে কথা মুখের ধনুক ছেড়ে

ছুটল তোমার দিকে, বনের একান্ত নির্জনে

পাতার আলপনায় মুগ্ধ চোখ ভেবেছ কী শ্রবণে

বিঁধিবে সুচালো ফলা কোনো কথার জেরে!

ফুলের চাতুর্যে এ জীবন হলো প্রজাপতির,

পাতা ছেঁড়া শব্দ ছড়াল বনে, চুপ ঝিঁঝিপোক—

কী কষ্ট নিয়ে উড়ে গেলে নিশাচর জুনিপোক—

তীব্র অন্ধকারে পড়ে আছে কথামাখা তির।

এ জীবন শুধু জীবনেরে খায়, চেয়েছিলে

চেয়েছি একটা বন হোক নির্জন গুহার মতো,

ঘুমিয়ে থাকব আঠারো বছর, গুহার পাঁচিলে।