আনত বৃহন্নলার মতন জেগে থাকা—
হে, অশ্রাব্য অন্ধকার
মৃত আলোয়ানের রঙে মুছে নিয়ো অন্ধ দিনপঞ্জি।
জোনাকির শীৎকারে নিভে গেলে নির্লিপ্ত আতর,
ফুরিয়ে গেলে সকল কুসুমিত জিজ্ঞাসা—
নখের ছায়া ভুলে পাড়ি দিয়ো অক্ষুণ্ন বিষাদ।
দূরত্বের নামে তবু তুলে রেখো অপহৃত অসুখ—
বঞ্চিত চিতার মতন কিছু অবাধ উনুন।
আমি পুরোনো মাছের আদলে এসে দেখে যাব
গ্রহণের অবসরে ভুলে যাওয়া তীব্র নাভির ঝিনুক।