অদলবদল

চারদিকে এত মোহ, বাতাসের সমারোহ

সফেদ বরফে ঢাকা ঘর

চড়েছি ঘোড়ার পিঠে, এখানে জীবন মিঠে

কোথাও তো নেই বালুঝড়

পথে পথে আসে বাঁক, বনপাখিদের ঝাঁক

উড়ে উড়ে যায় বহুদূর

কোথাও কালিমা নাই, আমিও চলেছি তাই

ঘোড়ার খুরেতে তুলে সুর

 পাহাড় পেরিয়ে বুঝি, আমি যেন কারে খুঁজি

একা একা ভালোবাসি কারে—

এই দেহ মরীচিকা, নিভে যাওয়া দ্বীপশিখা

আমি কি চলেছি তার দ্বারে?

পাইনগাছের কাছে, কিছু পাতা পড়ে আছে

আছে পাতাকুড়ানির দল

আহা যদি এই বনে, করা যেত মনে মনে

জীবনের অদলবদল!