যেভাবে নদীর নাম জাদুকাটা হলো
কী কী করলে সুখী হইতে পারতাম—এই সব ভাবি রিকশায় বসে;
ভাবি, যদি খুব বেশি দুঃখিত লাগে নিজেরে, প্রিয় বন্ধুর কাছে যাব।
আমাদের ভেতর দূরতম স্বপ্নের বাতাস ব্যথিত চোখে কিছুটা শান্তি দেবে।
চাই, জানাশোনা আর চালাকিগুলা আমারে অত জটিল না করুক।
একটা সুন্দর বাক্য পড়লে থেমে যাই। পরবর্তী বাক্যে যাওয়ার দূরত্বটুকু অতিক্রম করতে চাই না, অত সহজে।
থেমে থাকি। যেন কারও কারও বারান্দার ফুলে উড়ে আসে হাওয়া মৌসুমি।
রাস্তা ফাঁকা। তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছানো যাবে—এইটুক আনন্দ সারা দিন কাতর করে রাখে।
আমি তো চাই নাই, তা-ও তো মাধুরী রঙের বৃষ্টিতে ভিজে গেল পাড়া
সে কথা না লিখে কীভাবে একটা কবিতা শেষ করা যায়!