স্বাতন্ত্র্য

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

মাধুরীকে সংজ্ঞায়িত করি বেদনার কেন্দ্রে ঘুরে ঘুরে।

মহুয়ার ডালে ময়ূর বসে না কখনো
মৌরীর ঘ্রাণকে নস্যাৎ করে,
পদে পদে বোঁটকা গন্ধের ছাপ রেখে
হেলেদুলে চলে গেছে বাঘ।

ডুমুরের সংজ্ঞা নিয়ে চিন্তিত হরিণ
পারদে পূর্ণ হয়ে দিশাহারা দাঁড়কাক।

বৃষ্টি পড়ছে বনে, পুরো অরণ্য ভিজে ফানা ফানা
পেখম মেলেছে ময়ূর, শিকারে মেতেছে বাঘ
গোলাপের গন্ধে আচমকা নেমেছে নির্জন
তীব্র থেকে তীব্রতর হচ্ছে কামনাকথন।