একা একা

গাঢ় কোলাহলে বয়ে যায় সংগোপন কান্নার ঋতু। 

এরই নাম শৈত্যবিষাদ। এ রীতিও ছন্দময়,  

তা না হলে রাত্রিভর রক্তবর্ণ পাথরের গান 

দীর্ঘ থেকে দীর্ঘতর অসীম দেয়াল।

তার চেয়ে হয়েছে ভালো হাওয়ার মুহূর্তগুলো 

সাবলীল ইঁদারার জলে। এখানেই হিজলগাছ

এখানেই মর্মরিত ছায়া গুল্মাকার পত্রসমবায়।

একটু-আধটু বিচলনে লীলাময় পানির কম্পন


মিথ্যা এ মায়ার সত্যে একা একা তুমি রজঃস্বলা...