হঠাৎ একটা ছোট্ট ঘুম

অলংকরণ: আরাফাত করিম

এই ক্লান্তির সুরেলা বিছানায় বলা নেই কওয়া নেই—
হঠাৎ একটা ছোট্ট ঘুম চলে আসে।
রং থেকে উঠে আসা হাত, কিছু রঙের জন্মদাগ
সেখানে নিরিবিলি শুয়ে আছে। যে কাজটা
পাতানো আছে কাগজে, সে-ও খানিকটা ঘুমিয়ে নিক এই ফাঁকে।
আর আমি দুই চোখভর্তি চকলেটের মতো ঘুম নিয়েও
জেগে থাকি। নিজেকে প্রবোধ দিই, হারিয়ে যাওয়ার আগেই
ধরে ফেলতে হবে বহু দূরে বাড়ানো তোমার হাত। মাঝি যেমন
নৌকা উল্টে গেলে ঝড়ে, গাছের শিকড় খুঁজে না পেয়ে
দুই হাতে চেপে ধরে আকাশে ঝলকানো বজ্রের শিকড়।