হিমঝুরি

অলংকরণ: আরাফাত করিম

ভিড়ের ভেতর, ভিড়ের ভেতরে তুমি
মন্থর পায়ে সপ্তপর্ণী বোল,
চোখ মেলে আছে শস্যদায়িনী ভূমি,
সন্ধ্যা পেরিয়ে থামছে না কোলাহল।

রাত যত বাড়ে তীব্র গন্ধি তত,
ভোর হলে তুমি ভুলে যাও নাকি সব?
শান্ত শরীরে পাতাফড়িংয়ের ক্ষত,
মানুষ শিখছে সমবেত শৈশব।

সময়, তবু প্রহরখানেক থাকো,
আরও আধবেলা, নাহয় পুরোটা দিন;
মানুষেরা যারা ভাঙছে ভাঙুক সাঁকো,
আমরা ফোটাব হিমঝুরি অমলিন।