বৃষ্টি, সরল অঙ্কের মতো
আপনার এ কেমন ঢেউ
রোদে রোদে লীন!
ছায়ার ভেতরে আমি
তাকিয়ে বৃষ্টিহীন—
আসেন না একটু
এই নরকে বৃষ্টির ফোঁটায়
দূরের মেঘে তাকিয়ে তাকিয়ে তবুও
অধ্যাপিকা হেঁটে যায়
অধ্যাপিকা,
আপনি তো খুউব
সরল অঙ্কের মতো
বৃষ্টিবাহিকা!
আপনার এ কেমন ঢেউ
রোদে রোদে লীন!
ছায়ার ভেতরে আমি
তাকিয়ে বৃষ্টিহীন—
আসেন না একটু
এই নরকে বৃষ্টির ফোঁটায়
দূরের মেঘে তাকিয়ে তাকিয়ে তবুও
অধ্যাপিকা হেঁটে যায়
অধ্যাপিকা,
আপনি তো খুউব
সরল অঙ্কের মতো
বৃষ্টিবাহিকা!