ভুলে যেয়ো না
বড়দিনে ভুলে যেয়ো না দুনিয়াতে কোনো ছোট দিন নাই।
ভুলে যেয়ো না বোমা আর শিশু একসাথে রাখা যায় না।
প্রার্থনা করতে ভুলে যেয়ো না
দুনিয়াতে সব কয়টা রাষ্ট্রই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে।
যুদ্ধবিরোধী প্রার্থনা করতে ভুলে যেয়ো না,
ভুলে যেয়ো না যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখা রাষ্ট্রগুলোও যুদ্ধাপরাধী।
বড়দিনে যুদ্ধবিরোধী প্রার্থনা করতে
ভুলে যেয়ো না বোমাবাজি আর আতশবাজির মাঝে
তফাত নাই কোনোই।