অলিপিবদ্ধ কবিতা
সামান্য শব্দ—ক্ষত
অনেক দিন ও রাত্রি
আমাদের চোখের ভেতর
হলো বিগত
শব্দটি উড়ছে হাওয়ায়
পালকের মতো
পাখির ডানায় ক্ষত
লেখা তো হবেই না
ভালোবাসার নামে কবিতাটি
কিংবা কবিতার হয়ে
আমিও আহত
সামান্য শব্দ—ক্ষত
অনেক দিন ও রাত্রি
আমাদের চোখের ভেতর
হলো বিগত
শব্দটি উড়ছে হাওয়ায়
পালকের মতো
পাখির ডানায় ক্ষত
লেখা তো হবেই না
ভালোবাসার নামে কবিতাটি
কিংবা কবিতার হয়ে
আমিও আহত