লুপ্ত কণ্ঠ

অলংকরণ: আরাফাত করিম

হে ঈশ্বর তুমি আমার লুপ্ত কণ্ঠ
কিছুটা হলেও ফিরিয়ে দিয়েছ,
রাগনির্ভর সুর এখন আমার সাথে
শত্রুতাপূর্ণ সম্পর্কে লিপ্ত নয়।
ফণীমনসার বনে বনে হাঁটার
অভিজ্ঞতা আমার হয়েছে,
নিয়ত অভিশপ্ত জীবনের স্বাদ
পেয়েছি বহুকাল বিনষ্ট চিৎকারে।
এখন হে প্রভু ফিরিয়ে নিয়ো না
তোমার প্রদত্ত করুণা কোনো কারণে।