গলে পড়া ব্লু

সন্ধ্যার আজানের মতো উদ্বেল এলোমেলোমি নিয়ে এসো

কিংবা দুপুর-ঘুমের পরের কূলাতিক্রান্ত বিষাদ;

তখন ভরসন্ধ্যাকে সকাল বলে ভ্রম হয়।

তুমি কি শ্রোডিঙ্গারের বিড়াল?

পুকুরে চাঁদের ছায়া?

জলবৎ হও জোয়ান বায়েজের গানের মতো,

তুমিও বলেছিলে আমার পোয়েট্রি ‘লাউজি’।

কৃষ্ণচূড়ার তল থেকে ডাকে ঘিয়ে রঙের কুকুর,

বাষ্পীভূত চুমুরা ঘনীভূত হতে থাকে আর

ওপারে হয় রেভল্যুশনারি স্পিরিটের বিসর্জন

শুধু দাঁড়ায়ে আছ তুমি ঠায়, আনওয়াশড ফেনোমেনন।