চাঁদ থেকে পড়ে যাওয়া মানুষ

চাঁদ থেকে পড়ে যাওয়া মানুষ, তুমি কি জানো

আলো ভেঙে গেলে শব্দ কেমন হয়?

শাদা পাটাতন ঠিক কোন দিকে সরে যায়?


আহা চাঁদে নিহত মানুষ!

এখনো কি পতিত হও

অতলে; অন্ধকার গর্ভে? তোমার এই যাত্রা

শেষ হবে কবে?


কতকাল, দীর্ঘকাল দাঁড়িয়ে ছিলে—একা


যাবার আগে বলে যাও

আলো ভাঙার শব্দ কেমন হয়!

শাদা পাটাতন তোমার থেকে সরে যায়