সুন্দর
আমি কি রাতের নীরবতা ভেঙে চিৎকার দেব, প্রভু?
বুকের ভেতর দামামা বাজছে, স্থির আছি তবু।
সৃষ্টির আদি এবং অনাদি একক সত্তা তুমি
তোমার নূরের কিঞ্চিত রূপ নীলিমার পটভূমি।
সুন্দরে প্রাণ তিরতির কাঁপে, তীব্র সে অনুভূতি
যন্ত্রণাময় এই জীবনের দেহ থেকে বিচ্যুতি।
মৃত্যুর মতো নির্ভার হয়ে ডেকে উঠি, সুন্দর
মেঘের দরজা খুলে তো দেখাও নীলিমার অন্দর।
বিস্ময়ে দেখি, নীলিমার বুকে ভোরের সূর্যোদয়
এই পৃথিবীর দৃশ্যসকল দৃষ্টিগোচর হয়।
রূপ-অপরূপ দিনের আলোয় ঘুমিয়ে পড়ব ভবে
সুন্দর ডাকে, আয় বেঁচে থাকি আনন্দ ভৈরবে।
ডাক শুনে আমি বেঁচে উঠি, প্রভু, এ কি মম অপরাধ?
জীবনের ভার বয়ে যেতে যেতে বইতে পারে না কাঁধ।
দয়া করো, প্রভু, তৃষ্ণা মেটাও, আত্মা যে তড়পায়
সুন্দর ছাড়া এই জীবনের আর কোনো দাবি নাই।
তুমিই সকল রূপে সুন্দর, মেনে তো নিয়েছি, প্রভু
নীলিমার বুকে লীন করে দাও, এই প্রার্থনা তবু।
লীন হতে হতে চোখ বুজে আমি নীলিমার ঘ্রাণ নেব
ঘ্রাণের ভেতর ডুবে যাব, প্রভু, আর সব দিয়ে দেব।