মৃতার সন্তাপ

অন্ধকারে উপেক্ষায় জাগরূক জননী-সমাধি

পুত্র তার মদমত্ত, উপরন্তু বিস্মৃতির ব্যাধি

রৌদ্রদগ্ধ ছায়াহীন পুষ্পহীন মায়ের কবর

সতত সুলভ মাল্যে তৃপ্ত বটে পুত্রমান্যবর

সন্তান স্বয়ম্ভূ নয়, তবু ভাব স্বয়ং ঈশ্বর

বিহ্বল বাতাস নিত্য যায় বুনে আর্দ্র মাতৃস্বর

পৃথিবী অবাক, ছিন্ন নাড়ি মানে বিচ্ছিন্ন উৎসন্ন!

মেঘে-মেঘে ভ্রামণিক মা-কি বাস্তবিক অবসন্ন?

অতিমারি এসে অভিজ্ঞতা বদলেছে অতিকায়

আবেগ পরাবাস্তব, নরমাংস মানুষেরা খায়

যারা ভাগ্যবান, তারা সব অনুপস্থিতির দলে

জীবিতরা জীবন্মৃত, মা-হারা পুত্রেরা জগদ্দলে

কোলশূন্য মা বলেন: শতবর্ষ বেঁচে থাক বাছা,

মাটির ওপরে থাক, এ-শয্যা ভরুক আগাছায়॥