যেন, প্রাচীনকালের কোনো দেশ থেকে তুমি
শুধুমাত্র আমারই গরম লাগে বলে
মাথা তপ্ত হয়ে ওঠে বলে—
এমন শীতল বার্তা
এ রকম তাল লয় ছন্দ-মাতোয়ারা
মুষলধারায় বিরচিত
হয়ে তুমি ধন্য করে চলিয়াছ—
গাছ লতা ফুল পাখি ব্যাঙ ব্যাঘ্র উরচুঙ্গা
অনাকাঙ্ক্ষিত এই বৈকালিক
কবির জীবন