চরম আধুনিক
তুমি আমার চেয়ে আধুনিক
কারণ, তুমি কবিতা লেখো না।
তোমার চেয়ে সে আরও আধুনিক
কারণ, সে কবিতা বোঝে না।
তোমাদের চেয়ে তারা আরও আধুনিক
কারণ, তারা কবিতাই পড়ে না।
তাদের চেয়ে তাহারা আরও, চরম আধুনিক
যাহারা—চোখ ওলটান, কবিতা!
এখনো কেউ লেখে!
তুমি আমার চেয়ে আধুনিক
কারণ, তুমি কবিতা লেখো না।
তোমার চেয়ে সে আরও আধুনিক
কারণ, সে কবিতা বোঝে না।
তোমাদের চেয়ে তারা আরও আধুনিক
কারণ, তারা কবিতাই পড়ে না।
তাদের চেয়ে তাহারা আরও, চরম আধুনিক
যাহারা—চোখ ওলটান, কবিতা!
এখনো কেউ লেখে!