শুরু হতে যাচ্ছে তবু বরষার নীল সেমিনার
দীর্ঘ রাস্তা পার হয়ে যাবেন না আর
ওই কৃত্রিম আধারে
তার চেয়ে, অধ্যাপিকা—
সবুজ ঘাসের পাশে হাঁটতে থাকুন ধীরে
আর তাকিয়ে দেখুন বারবার, কী যে অপরূপ রূপ বরষার
ফোঁটায় ফোঁটায় লিপ্ত রূপে যেন তার মেঘরূপ ঝাঁক
শাড়ির পালকে তাই এঁকেবেঁকে যায় তটিনীর বাঁক
ফুলগুলো কেন এত বিক্ষিপ্ত-ঘুমায়!
ঘাসগুলো তো পাঠায় রিনিঝিনি ধ্বনি
সেমিনারে কিচ্ছু নেই, আসুন না এইখানে এক্ষুনি!
এলেন না? ইশ! মেঘগুলো হয়ে গেল খুন, আর
বাতাসের গায়ে গায়ে ঝরছে দেখুন
নীলান্ত সেমিনারের মিথ ও মৈথুন