আপেলের মধ্যে কীট হয়ে দেখি আমাদের প্রেম অমর।
আপেলে তোমার চুম্বনগুলি একেকটি সাঁকো
তোমার চঞ্চল হাঁসগুলি সাঁকোর নিচে ঘোরে স্বচ্ছ জলে।
তোমার চুম্বন, জল আমার।
তোমার দাঁত, লালা আমার।
আমাদের কীটের সংসার মহাপ্লাবনেও ভেসে যায়নি
ভেসে যাবে না,
মনে রেখো।
আমরা আপেলে আছি আপেলেই থাকব।