দাগ

যেখানেই যাই

মনে হয়

একটি দুঃখের দাগ—কই যেন

লেগে আছে অনেক দিন ধরে।

কেমন মিষ্টি একটা ব্যথা, কেমন ভরাট এক শূন্যতা

সাথে নিয়ে চলাফেরা আমার, বহুদিনের।

যেখানেই যাই—সে আমার সঙ্গে সঙ্গে থাকে।

 কখনো কখনো মনে হয়, বেদনা আমার নয়

আমিই বেদনার সঙ্গী।

দীর্ঘদিন তার সাথে থেকে তাকে বেদনা মনে হয় না;

অন্য কিছু মনে হয়।

চাঁদের গায়ে যেমন দাগ লেগে থাকে—

যেমন কলঙ্ক লেগে থাকে তার আলোয়, অন্ধকারে

তেমনই একটি দুঃখের দাগ আমার রুহতেও লেগে আছে

অনেক দিন ধরে।