রক্তগোধূলি
রক্তগোধূলি গড়িয়ে পড়া এ সন্ধ্যা; হাওয়ায় উড়ে যাচ্ছে ছেঁড়া চিরকুট—না লেখা চিঠির খাম! মর্গের ভেতর থেকে একের পর এক বের হচ্ছে কাফনে মোড়ানো কান্নাগাথা, ধূলিচেরা দুঃখলিপি—আবু সাঈদ আর মুগ্ধদের নাম!
দ্যাখো কোটরের ভেতরেই লুকিয়ে থাকে যত টেরাকোটা; বীজের মাঝেই জেগে থাকে সব স্বপ্ন সম্ভাবনা! শব্দরা আকাশে ডানা মেলতেই পয়ার ও পেয়ালা থেকে ছলকে পড়ে তাজা রক্তঘ্রাণ!
রক্তকোরক ছিটকে পড়া এ রাত; হাওয়ায় বইছে কেবলই চিলেকোঠা থেকে ভেসে আসা গান!