আগুন ভয় লাগে!

অলংকরণ: আরাফাত করিম

এই শীত বিপ্লবের মতো ক্ষণস্থায়ী
আগুন সেঁকার দিব্যি আয়োজন বিছিয়ে এসেছে
অথচ আকজাল আগুন ভয় লাগে
দীপু দাস পুড়েছিল ঘৃণার আগুনে
তার জ্বলন্ত লাশ নিয়ে উল্লাস করেছে মানুষ
এই বেইনসাফের রাস্তায় কবিতার মতো হেঁটেছিল হাদি
তাকে প্রকাশ্যে গুলি করেছে প্রতিহিংসার আগুন
জনপদে এখন আগুনের উত্তাপ

সূর্যহীন এ বিদেশি শীত—
অথচ আজকাল আগুন ভয় লাগে!