অ্যাড্রেস

পাতলা চারতলা বাড়িটায়

যাদের ঘর ছিল—

মানে দুইটা কামরা

বিছানা, একটা খাবার টেবিল

ইতস্তত কিছু সোফা, ফ্রিজ, এটা-সেটা...

ঘর হতে যা লাগে আরকি!

তবু তো ঘর পাল্টায়, 

বদলায় ঘর;

ঘরের মানুষেরা কেউ থাকে, 

কেউবা থাকে না কোথাও আর,

চলে যায় দূর কোথাও, বহুদূরে...

দূরে যাওয়ার সময় বাবা-মাকে

এমন বুড়ো-বুড়ো লাগে কেন!