ঘর

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

ঠিকানা খুঁজেছি হলুদ স্বপ্ন ছুঁয়ে
গালিবের কাছে জমিয়ে রেখেছি সুখ
কিছু কথারা যে পাথরের সুখে বাঁচে
আমাদের মাঝে সন্ধি ফেরারি হোক।

পাঁজরে ছড়ানো মোঁপাসা জমানো রেশ
বৃত্তের চোখে বিনিময় খেলা করে
চাইলেই বুঝি ধুলোর পাহাড় শেষ
আগুনের বুকে স্মৃতি শিখা হয়ে ফেরে।

সওদার মাঝে বিষণ্নতারা থাক
দেয়ালে ছিটানো শপথের কারুকাজ
মধ্যরাতের আড়মোড়া নেয় বাঁক
সন্ধি পাঠাল বিরহী মেঘের সাজ।

জানালা পড়েছে হাওয়াদের অভিধান
মানুষ আসলে মরসুমি যাযাবর
জোনাকির ঠোঁটে কাচপোকাদের গান
আয়না হয়েছে শপথ পোড়ানো ঘর।