গোপালের মাখনের হাঁড়ি কলিকালে এসে
যেবার উল্টে পড়ল বছর কয় আগে
আমাদের জানলার নিচে,
তখন থেকেই ইন্দ্রপুরীর রামধনুর পরেই নাম চলে এল ওদের!
এই ফিল্মি রাস্তা ধরে গরিবি স্বপ্ন
যেবার বাড়ি যেতে চাইল,
প্রচণ্ড ধমকে-গমকে গুটিসুটি ওকে
ফিরিয়ে দিল ওরা।
তারপর
ফটোজেনিক রাস্তা শুধু সর্পিল শুয়ে থাকে,
কারও বাড়ির ঠিকানা না জেনেও
ওদের চলে যায় বেশ!