পুঁইয়ের নরোম চুম্বন
সঙ্গম প্রিয়াসে তুমি বৃক্ষের শীতল
ছায়া হয়ে যাও...
ঘুমের ভেতর টলে পড়ছে হিজলগাছ;
হেলে পড়ছে গোয়ালঘরের
চালা বেয়ে বেয়ে—
পুঁইয়ের নরোম চুম্বন,
প্রাচীন রাত্রির গাঢ় স্রোত বয়ে যাচ্ছে
আড়িয়াল খাঁর অন্ধকারে—
আমাদের সঙ্গম সব ধুয়ে রাখে,
ঘোলা জল, মৃদু জলাশয় বাথটাবে থই থই করে।