মেঘের মতো আবছা অনুরাগে
দেখছি তুমি সন্ধ্যা থেকে দূরে
বসেছ, ঠিক কোথায় যেন টান
লেগেছে গানে, আলোর পাশাপাশি
অন্ধকারে, এবার বলো তুমি
কেমন ছিল মনমাতানো হাওয়া?
হয়তো কোনো সন্ধ্যামালতীর
গন্ধ মেখে পালিয়ে যাওয়া কবি
আসবে ফিরে, বন্যাকবলিত
তোমার দিকে হাত বাড়িয়ে দিয়ে
ভয়ের মতো দুকূলপ্লাবী নদী
মধ্যরাতে বাইতে যদি পারে।
অন্যদিকে, তোমার ছায়া থেকে
একটা ফুলে প্রজাপতির মায়া
অসাবধানে ছড়িয়ে দিতে দিতে
আরেক কবি নিরুদ্দেশে যাবে।