সমীকরণ
রাত্রি জেগে চিঠি লেখা
হলুদ খামের ভাঁজ,
সহজ কথায় বুঝিয়ে দিতে
মনের কারুকাজ।
বুঝিয়ে দিতে চন্দ্রমুগ্ধ
বনজোনাকির গানে,
জোছনাগলা হাতের লেখায়
ভালোবাসার মানে।
একজীবনের সমীকরণ
যেমন তুমি চাও,
মনের মতো লিখে দিয়ো
সময় যখন পাও।
বুঝিয়ে দিতে লিখে দিয়ো
তোমার সকল বেলা,
হোক না আমি অল্প বুঝি
তোমার মনের খেলা।