মরুর প্রলয়ে ছুটিতেছি
কোথায় লুকাই হায়
দেহের অধিক এ ব্যাপক রোদন।
এ বিপুল-বৈপরীত্যে
আর যে দম নিতে পারছি না।
ধসে যাচ্ছি, গেড়ে যাচ্ছি
নিজেরই নির্মাণ
এই সব অস্থির ভেতর।
মনে পড়ে, ছিল দিন
চকচকে রোদের ফড়িং
বিকেলের চায়ে ছিল
বিশ্বস্ত শিল্পের চামচ
চিনি ও মধুপিঠা পেছনে মজুত
সবকিছুই ছিল যেন বড়ই নিখুঁত।
হায় প্রিয়ভূমি,
কী করে দীর্ঘশ্বাস হলে!
আর আমরা হয়ে গেলাম
বড়ই অদ্ভুত।