অবশেষে

পুনরুদ্ধার হলো না। দিগন্তে ছাইরঙা মেঘ।

তোমার প্রস্থান মনে হয় জলকল্লোল।

তারও আগে তোমার বলা ফুরিয়ে গেছে।

গার্হস্থ্য উপস্থাপনে এত ব্যস্ততা,

দিকে দিকে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়া ও রুদ্র পলাশ—

অনেক যত্নে সাজানো এই সব অভিনয়–সংলাপ।

অনিবার্য মেঘ ও রৌদ্রে আরও অনেক দিন পেরিয়ে যাবে।

পোড়োবাড়ির হিম ও নিস্তব্ধতা শ্যাওলার বিস্তারে।

ভুলে যাওয়ার আগে অনন্ত হিজিবিজি।

কোথাও কী জানি, রাস্তাও দেখছি অচেনা...