অবগাহন

এ বাড়ির মৃত বাড়ি

ও বাড়ি বুকের ভেতর কাঁদে

এ গোধূলি আমি দেখিনি কোনো দিন

ও গোধূলি নিঃশব্দে ঘুমায় চাঁদে

এ গোধূলি কুয়াশাসম;

দূরে বীজগুলা

অবিরাম বৃষ্টি হয়া ঝরে;

পরাগ–ভ্রূণেরা প্রজাপতি ঠোঁটে

খাসিয়াপল্লিতে গমনাগমন করে।

 এ গোধূলি আমি দেখিনি কোনো দিন

ও গোধূলি নিঃশব্দে গোঙায় চাঁদে

ও নদী আমার নদী

        চাইলেও ভিজতে পারবে না জলে

ডুব দিলেই কি অবগাহন হয়?

প্রকৃত রসিক জানে ধ্যানস্থ কাকে বলে।