পরিহার করো,
সবকিছু গ্রহণ করো না!
এত কিছু গায়ে এসে পড়ছে,
ঝেড়ে ফেলে দাও।
সবকিছু বহন করো না!
কী এক পরগনায় করি বাস?
কেউ আর কিছুই পরখ করি না!
পরগাছা হয়ে শুধু পরচর্চা করি!
উদীয়মান উদীচীও উদয় হয়ে থাকতে পারছে না!
চন্দনা পাখিও চন্দমুখী হয়ে থাকতে পারছে না!
এত বিজ্ঞাপন!
অসারতা জানার পরও
নকল ও খাদ জানার পরও
এমনকি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও
মুখে ও শরীরে মাখছি ভেজাল ক্রিম ও লোশন!
ক্ষতিকর বলে—
লোভনীয় বকঠুঁটো মুখে তুলে নিচ্ছে না বক,
আমরা হাতে ও মুখে তুলে নিচ্ছি কত কিছু!
বাতিল আত্মা প্রতিস্থাপন হচ্ছে প্রতিনিয়ত
—নিজের ভেতর!