উইন্টার সং

যখন এমন শীতরাত আসে, চরাচর স্তব্ধ হয়ে যায়। হঠাৎ কয়েকটি পাতার মর্মর ছড়িয়ে পড়ে বহুদূর। আজ সে রকম শীত। কোথাও কোনো শব্দ নেই বলে এত দূর থেকে ঘুমে ঘুমে আপনার পাশফেরা শোনা গেল। দীর্ঘ গজারিবন আর কুয়াশার রেণু বেয়ে কানে এল শাড়ির খসখস। 

আমি বসে আছি আমার পোষা একমাত্র টিকটিকিটির দিকে তাকিয়ে। রাতভর খাবারের সন্ধানে ছুটল সে, দাঁড়াল, দেয়ালে শুয়ে থাকল মড়ার ভান করে। কিন্তু একবারও বলল না—টিকটিক…।