সাহিত্য করি

এসো হে সাহিত্য করি

বঙ্গীয় কবির দল এসো এসো

করি মোরা সহিত সহিত 

ধরি মোরা রুহি মাছ

জাল ফেলে তিস্তা নদীতে

যেইভাবে মাছ ধরে 

মহম্মদ মংলু মিয়াঁ

ম ম ম —

চলো মই বেয়ে উঠে যাই ময়ূরী

না না মৌরি মৌরি

চলো না সাহিত্য করি দুজনে