ডানা

তুমি কি আমাকে ডাকো

চোখ তুলে আকাশের নীড়ে

শীতের রাত্রি কাঁদে

শত শত তারাদের ভিড়ে

এই জল, এই নদী

একা একা খেলে অবশেষে

কোথায় হারাবে বলো

প্রিয়তম পাহাড়ের দেশে

পথরেখা ঘুরে আসে

ঘর থেকে ঘরে যাযাবর

নাই কোনো শোক–তাপ

নাই কোনো ভস্ম–অবসর