‘ডিজিটাল আইনে এবার মামলা করে দিব রে’

অলংকরণ: তুলি

এ কী কথা, দেশে নাকি ঝড়বৃষ্টি হবে রে!
তবে রে!
ওই ডিজিটাল আইনে এবার মামলা করে দিব রে!
জামিন নাই, পচবে জেলে, কী প্রতিশোধ নিব রে!
এ কী কথা, দেশে নাকি গরম খুবই পড়েছে!
মরেছে!

ওই ডিজিটাল আইনে এবার মামলা করে দিব রে!
রে বজ্জাত, জেলের ভাত খাবে, থাকবে বিবরে!
কী প্রতিশোধ নিব রে!
এ কী কথা, ঢাকা নাকি হয়ে গেছে ফাঁকা রে!
পেলাম এবার পরম মওকা, ডিএসএর আকারে!
এসব কথা লিখবে কেন, ঘাড়টা ধরে ঝাঁকা রে!
ওই ডিজিটাল আইনে এবার মামলা করে দিব রে!
জেলের ঘানি টানুক এবার, কী প্রতিশোধ নিব রে!
ট্রেনের ছাদে লোক উঠেছে! হারামজাদার দাঁত ফুটেছে!
অনুভূতি আহত খুব।
অনুভূতি আমার যত, ধুলোয় গিয়ে লুটেছে।
মামলা কর, গভীর রাতে! ডিএসএ তো আছেই হাতে!
অনুভূতি নষ্ট করে, ভাবমূর্তি দষ্ট করে, শিক্ষা তাদের দিব রে।
জেলের ভেতর তেলের ঘানি ঘোরাক না গে একটুখানি

আজ প্রতিশোধ নিব রে!
চিড়িয়াখানায় ভিড় বেড়েছে!
সেন্টিমেন্টে চিড় ধরেছে!
ওই ডিজিটাল আইনে এবার মামলা করে দিব রে!
জামিন নাই, নাইরে বেইল, কী প্রতিশোধ নিব রে!