নাড়াপথ

অলংকরণ: আরাফাত করিম

এত দূর এসেও তো সেই নাড়াপথে
এখনো হাঁটছি; সকালের মিঠা রোদ
কুয়াশার জাল কেটে নেমে আসে, তাতে
গা ডুবিয়ে পড়ে আছি শৈশবের দিনে;
দূর্বার পাতায় যে শিশিরের ফোঁটা
লেগে ছিল, এখনো তা চোখের সামনে
আলোর বাবল হয়ে ফুটে আছে, সেই
পিঠার সুঘ্রাণ এসে মগ্ন করে রাখে

জীবন এখানে এসে ইট-পাথরের
দেয়ালে আটকা, চাঁদের আলোর চেয়ে
শহরের বৈদ্যুতিক বাতি বেছে নিয়ে,
ব্যস্ততা, উদ্বেগ নাগরিক জীবনের

শীত এলে পিঠা আর কুয়াশার ঘ্রাণ
নদীতীর, বক পাখি, ভোরের উড়ান