কখনো কখনো ধূসর কোনো ছবিতেই থাকে
না দেখবার কারসাজি। আড়ালে আবডালে
ব্যথা পুষতে গিয়ে পোষ মেনে যায় কারও কারও।
অমলিন জ্যোৎস্নায় উৎসুক অতীত নিয়ে তাই
রাতের কানাকানি থেকে যায় অবশেষে।
দৈবাৎ কোনো পদাবলি এসে যদি টোকা দেয়
বন্ধ দরজায়, যদি কোনো অন্ধ হোমার তুলে নেয়
কাহিনি রচনার ভার; তাতে আমারও থাকে কিছু দায়।
ভেলকিবাজির মতো ঘটে না কিছু নিত্য যাপনে
মিথ্যে সংলাপে বকে যাওয়ার মতো সময় এখন।
শেষ পর্যন্ত দেখা হয় না কিছু ভুলের মহড়া ছাড়া;
কিছুটা অন্ধকারে ঢেকে যায় কিছুটা কুয়াশার কফিনে।