তোমার ভাষাতে
একটা কবিতার পেছনে
দুইটা দিন চলে গেল
আরেকটা কবিতার পেছনে
হয়তো চলে যাবে আরও কয়েকটা দিন
একে একে কবিতাই নিয়া যাবে
দিনগুলি আমার
রাতের পর রাত শুধু পড়ে থাকবে
অনন্ত অন্ধকার...
আমি তার ভেতরে
বসে বসে বাসনা করি
এই সব রাতে
নিয়ে যাওয়া দিনগুলির আলোয়
আমার কবিতারা
খুব আলোকিত হয়ে আছে
তোমার ভাষাতে...।