হাসি

অলংকরণ: আরাফাত করিম

মুঠি খুলে মেঘের বরফ
সে দেখাল হাসিমুখে
ধোঁয়া ওঠা সজল চৌকো
তালুতে দাঁড়িয়ে অবিচল
করমর্দনে উষ্ণতা বুঝে
একবার ভেবেছি চড়ুই!
আগুন, নিদেনপক্ষে দলা মোম—
স্মিত হেসে জাদুকর
দেখেছিল বিহ্বল পাথর
হাসির গহিনে বিষাদ
বিষাদসঞ্জাত হাসি—
দুইয়ের পাশে এই শুভ্র শিলাখণ্ড
শীতল করে তুলেছে চারপাশ
জুতোজামার নিচে গ্রীষ্ম
বিকেলের ঘামে অস্বস্তি মিশছে
বলবার মতো যেন কিছুই নেই
নীরব চাতালে দুটো ছায়া মুখোমুখি।