কালো পৃথিবীর শোকগাথা

বরফজমাট সমুদ্রে আমাকে রেখে দাও সারা রাত;

দাবানলময় পৃথিবীতে নাচে সবুজ বৃক্ষের কান্না:

এত পোড়া মুখ, এত পুড়ন্ত কঙ্কাল অন্তর আর না!

আমাকে শোনাও আদিগন্ত শীতলতার ধারাপাত


লিনিয়া নিগ্রায় ঘুড়ি এঁকে দিয়ে লাপাত্তা চড়ুই:

নেই তার খোঁজ পেপারে, বিলবোর্ডে কোথাও—আমরা বসে রই—

নতজানু, চিরকালের মতো, মানুষ—ছারপোকা ছাই:

কালোজাদুর এ গ্রহে কে তুমি জন্মাবে শিশু, হায়!

করো অস্বীকার জন্মবিষচক্র; নতুবা অসহায়—

আরও এক তাজা প্রাণ যাবে ঢুকে কেবলের কারখানায় 

মানুষহীন জীবনে তোমার-আমার বিস্তার কত দূর, হে?

আমার রক্তের আগ্নেয় লাভায় সদা ছটফট প্রাণবায়ু:

তোমার শিরাময় নবজীবনের সুর, তবু তার আয়ু—

ক্রমাগত লীন... যন্ত্রসভ্যতায় গ্যাসচেম্বার–গীত ধরে