পরিযায়ী পাখির পালক
ধ্যান ও ধনুক থেকে বিচ্ছিন্ন ধানুকি
উড়ে যাচ্ছে রুহের জগতে। সন্ধ্যামায়া...
নিজেকে হারিয়ে ফেলি বাবার মোকামে।
স্বর্গীয় আবেশে বিমোহিত দিনগুলো
ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। চারিদিকে
বাদলের জল। আঁধারে ও অন্তরালে
গ্রহণ করেছি আমলে দুনিয়া। মন...
সুরার পেয়ালা হাতে আমার জীবন।
আলোকিত অন্ধকার। যমুনার জলে
নৌকালীলা। যারা প্রেম ও প্রেমিক পাখি
তারা পিপাসা মেটাতে পারে যমুনার
জলে। চারিদিকে মানুষের হাত। কারও
হাতে সুরার পেয়ালা নেই। বলতে কি,
তারা কেউ কবি নয়। সামান্য আঁধার।