মানুষের জীবন
মানুষের জীবন তো প্রায় এক ঘূর্ণাবর্ত বিহঙ্গজীবন
কর্মসূত্রে ডানা মেলে ইতস্তত ওড়াউড়ি; ঋতুবৃত্তে
কখনোবা রেখে যায় স্থায়ী কোনো ছাপ; কখনোবা
পুষ্প হয়ে ফোটে শাখায় শাখায়; শিশিরের শব্দে
যে হেমন্ত টেনে আনে নবান্নের গান, তার কাছে
জমা রাখি ধানশালিকের খুনসুটি আর দুরন্ত প্রণয়;
মায়াবী সন্ধ্যাকে যারা অহেতু বিষণ্ন করে তোলে
সেখানে থাকুক তবে জীবনের রং ছড়িয়ে-ছিটিয়ে;
সকালের মায়াগন্ধা রোদ থেকে তুলে নিই শিশিরার্দ্র
আলো—যে আলোয় দেখি রোজ প্রীতিসিক্ত পৃথিবীর
মুখ; আমার যা কিছু আছে লিখে দিই আজ তোমার
নামেই; ঠিক সেটাই চেয়েছি যেন একক জীবনে
মায়া হরিণীর পদচিহ্নে যখন উঠেছে জেগে ঘন বন
মানুষের জীবন তো প্রায় এক ঘূর্ণাবর্ত বিহঙ্গজীবন!