হরবোলাকাল

কথার আঘাতে ঘরে-বসা-থাকা পাখি

নিঃশব্দ গান শুনতে বেরিয়ে যায়

পাখিকে আকাশ ফিরিয়ে দিয়েছে কবে

দুজন একাকী—অপরূপ সাঁতরায়

ধ্রুব আর স্বাতী দুজন গাইছে গান

মেঘ-বাতাসেরা করে যায় সংগত

এমন গানের সুরে উন্মাদ চাঁদ

সকলে মগ্ন, সকলে যে যার মতো।

হরবোলাকাল যেকোনো কালের চেয়ে

বিষম রকম মনে হতে পারে কারও

এ কথাটি বোঝে মূলে বসে থাকা কবি

মৌসুমি ঝড়ে তবু প্রাণ ঝরো ঝরো