একটি প্রণয়
তমালের বনের চেয়ে ঘন ও গভীরে রোপিত এই প্রযুক্তিবন:
তার শীর্ষে দেখি অ্যালুমিনিয়াম, সিলিকনে ঝিলিক দেওয়া চাঁদ—
ব্রহ্মাণ্ডের কর্মশালায় ঠিক জড়াত্তীর্ণ প্রচেষ্টার প্রথম আহ্লাদ!
সরীসৃপ নিজের অভিজ্ঞান নিয়ে অরণ্যে নরম আকারে যেভাবে
ঘোরেফেরে—চিমনির মুখ থেকে তার গতির নম্রতার ক্লোন হয়ে
চাঁদের নিচে উদিত হয় বর্জভোগী বাষ্পপ্রাণ ভ্রমরগুঞ্জরিত কালো
ধোঁয়া। এই প্রযুক্তি অরণ্যে পূর্ণিমা প্রহরে আসক্তিজাগা নর ও
নারীর প্রণয় হয় নাকি? হয় তো। দারিদ্র্যের নিত্য কারিগর
চৌকিদারের ঘরের বেষ্টনী কেটে অর্থনীতির অচিন পাখির
গমন ও পুনরাগমনের অজানা কৌশলে নির্মাণ করে রাখে
ঝরকা—নকশা—তাই ভেদ করে চাঁদের লাভার মতো আলো
এসে পড়ে সজ্জায়: সেখানে অনবরত দুটি পিস্টন উত্থান ও
পতন মডিউলে বাধিত।