জেলে

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

তিনিও এখন জেলে!

রাঘববোয়াল দূরে থাক, কোনকালে নিদেনপক্ষে একটি ট্যাংরা মাছ শিকারের ইতিহাসও যার নেই, তিনিও এখন জেলে!

টলটল কিংবা ঘোলাজলে যাকে জাল ফেলতে দেখা যায়নি কখনো, তিনিও এখন জেলে!

ভরা বর্ষায় নৌবিহার করেছিলেন আর ভারী গলায় ভাটিয়ালি গান গেয়েছিলেন বলে, আপনিও আজ জেলে!

আমাদের সবার সগোচরে ঘটে গেল এত সব? প্রিয় স্থিত ও উপস্থিত, চিরচঞ্চল এবং সুধীর ভ্রাতা ও ভগিনীগণ, আমাদের লজ্জা করে না?