আগন্তুকের জন্য

গলিতে নতুন এলে তুমি, রাহমানের কাব্যের মতো

সফেদ তরঙ্গ তুলে; মাতাল দুপুরে রোদের কনসার্ট:

কোকিলের কোর্তা পরে সঞ্জীবন—সংগীত ধরেছে কাক;

তোমার আগমনে বিলবোর্ড ঢাকছে প্রত্নধূলির ক্ষত

কালো ডেনিমের ভাঁজ ফুঁড়ে তুমি টকটকে লাল জিপার:

চরাচরজুড়ে বসন্ত বাহার আর কিউপিড হাহাকার,

তাতে দেয় সঙ্গ-নিঃসঙ্গ চারা গাছের মর্ম-চিৎকার;

নগর ক্লিভেজ ঠেলে তুমি তবু হলুদ ঘামের সংসার:

স্বজনখেকো তল্লাটে দেখো সবুজ জমিনের বিস্তার—

সুদূরপরাহত; কেবলই বাড়ন্ত—ইট-কংক্রিট ঝাড়

তোমার প্রথম দিনে, গলিতে ফেরে ব্যালেরিনা এক:

দেশান্তর শেষে, কফিনের ওমে পুরোনো তারকা;

কপালে তার স্বদেশের মতো কালিমা-উল্কি আঁকা:

আমাদের স্বপ্নগুলো রাষ্ট্রযন্ত্রে পচে যায় নির্মেঘ